'আমি তোমাকে স্নেহ করি'- এটি কোন ধরনের বাক্য?

A বিস্ময়সূচক

B প্রশ্নসূচক

C নিত্যবৃত্ত অতীত

D বিবৃতিমূলক

Solution

Correct Answer: Option D

- কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য।
- এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়।
- যেমন: 
- আমি তোমাকে স্নেহ করি।
- পরীক্ষায় সফল হও।
- ঈশ্বর তোমাকে জয়ী করুন।
- দীর্ঘজীবী হও।
- তোমার মঙ্গল হোক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions