শুদ্ধ বাক্য-

A সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিলেন

B রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য

C মাদকাশক্তি ভাল নয়

D শাড়ি পড়া সবুজ মেয়েটিকে আমি চিনি

Solution

Correct Answer: Option A

শুদ্ধ বাক্য- সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিলেন
অন্যান্য বাক্যের শুদ্ধরুপ:

রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য>রচনাটির উৎকর্ষ ( বা উৎকৃষ্টতা ) অনস্বীকার্য।
মাদকাশক্তি ভাল নয়> মাদকাসক্তি ভাল নয়
শাড়ি পড়া সবুজ মেয়েটিকে আমি চিনি>সবুজ শাড়ি পড়া মেয়েটিকে আমি চিনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions