যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশ পায় ,তাকে বাক্য বলে । একটি সার্থক বাক্য তৈরির জন্য কর্তা ,কর্ম ও ক্রিয়া আবশ্যক ।
যেমনঃ
মিলন বই লেখে, প্রদত্ত উদাহরণে 'মিলন' কর্তা ,'বই' কর্ম এবং 'লেখে ' ক্রিয়া বিদ্যমান । উল্লেখ্য ,কর্তা কখনো কখনো উহ্য থাকতে পারে ।