Solution
Correct Answer: Option B
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য )এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয় ) থাকে ,তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- আয়নাল (উদ্দেশ্য ) এখন বই লিখছে (বিধেয় ) ।
- রক্ষকই ভক্ষক (সরল বাক্য ) ।
- যিনি রক্ষক তিনিই ভক্ষক (জটিল বাক্য )।