“হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর বাক্য?

A মিশ্র

B জটিল

C যৌগিক

D সরল

Solution

Correct Answer: Option D

- যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
- গঠনের দিক থেকে বাক্য তিন প্রকার।
- যথা - সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য ।

- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- যেমন - হযরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions