'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।' এটি কোন ধরনের বাক্য?

A সরল

B জটিল

C যৌগিক

D খণ্ড

Solution

Correct Answer: Option B

-যে বাক্যে একটি মাত্র প্রধান খণ্ড বাক্য এবং তার ওপর এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে।
-যেমন: যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে 'যে পরিশ্রম করে' নির্ভরশীল বাক্য এবং ' সেই সুখ লাভ করে' প্রধান খণ্ড বাক্য।

-আবার, দুটি বাক্যের মাঝে কমা হলে যৌগিক ও জটিল বাক্য হতে পারে।
-তবে জটিল বাক্যে দুটি বাক্য সাপেক্ষ অবস্থায় থাকবে, একটি আরেকটির ওপর নির্ভর করবে, বা কোনো শর্তের অধীন থাকবে।
যেমন:

- তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না।
- ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’
- ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions