স্বাভাবিক অবস্থায় কয়টি ধাতু তরল অবস্থায় থাকে?
Solution
Correct Answer: Option C
- স্বাভাবিক অবস্থায় ৫টি ধাতু তরল অবস্থায় থাকে।
ধাতুগুলো হলো-
-পারদ (-৩৯ ডিগ্রি সে),
-ফ্র্যান্সিয়াম (২৭ ডিগ্রি সে) ,
-সিজিয়াম (২৮.৫ ডিগ্রি সে),
-গ্যালিয়াম (৩০ ডিগ্রি সে) ,
-রুবিডিয়াম (৩৯ ডিগ্রি সে)।
- তরল পদার্থগুলোর মধ্যে পারদ সর্বাপেক্ষা ভারী।পারদ সর্বাপেক্ষা নিম্নগলনাঙ্কবিশিষ্ট ধাতু।অল্প তাপে এর আয়তন অনেক বৃদ্ধি পায়।