'তাতে সমাজজীবন চলেনা ' --এ বাক্যটির অস্তিবাচক রুপ কোনটি ?
A তাতে সমাজজীবন চলে
B তাতে না সমাজজীবন চলে
C তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
D তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
Solution
Correct Answer: Option C
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রুপান্তর করতে হলে বাক্যর মূল অর্থ অপরিবর্তিত রেখে না, নি, নেই, নয়, নহে ইত্যাদি নজ্ঞর্থক অব্যয় উঠিয়ে দিতে হয়;
- শব্দের পরিবর্তন ঘটিয়ে বাক্য হা-সুচক ভাব ফুটিয়ে তুলতে হয়;
- বাক্যর বিশেষন পদটিকে বিপরীত শব্দে রুপান্তর করতে হয়;
- এরপর বাক্যের গঠন অনুযায়ী নেতিবাচক শব্দের বাক্যংশকে অস্তিবাচক শব্দ প্রয়োগ করে অস্তিবাচক বাক্যে রুপারন্তর করতে হয়।