'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়'- বাক্যটির নেতিবাচক রূপ-

A তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না

B তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না

C তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না

D তবু না বলা কথাটি সবার মানতে হয়

Solution

Correct Answer: Option B

যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি বা না-সুচক অর্থ বোঝায় তাকে নেতিবাচক বাক্য বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions