Solution
Correct Answer: Option B
- 'গবেষণা' একটি রূঢ়ি শব্দ।
- রূঢ়ি শব্দ সেই সব শব্দকে বলা হয়, যাদের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ ভিন্ন হয়।
- 'গবেষণা' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো 'গো + এষণা', যার মানে 'গরু খোঁজা'।
- কিন্তু বর্তমানে শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না। এর প্রচলিত অর্থ হলো কোনো বিষয়ে গভীর অধ্যয়ন, অনুসন্ধান বা চর্চা।
- যেহেতু শব্দটির ব্যুৎপত্তিগত অর্থের সাথে প্রচলিত অর্থের কোনো মিল নেই, তাই এটি একটি রূঢ়ি শব্দ।