‘দুর্ভিক্ষের চিত্রমালা’ কোন মন্বন্তরকে অবলম্বন করে আঁকা হয়েছে?
A ছিয়াত্তরের মন্বন্তর
B তেতাল্লিশের মন্বন্তর
C চুয়াত্তরের মন্বন্তর
D সত্তরের মন্বন্তর
Solution
Correct Answer: Option B
- ‘দুর্ভিক্ষের চিত্রমালা' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম । - এটি তেতাল্লিশের মন্বন্তর উপর ভিত্তি করে অঙ্কন করেন। - এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে- মনপুরা-৭০, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions