Solution
Correct Answer: Option C
- শংকু সমজদার ১৯৭১ সালের ৩ মার্চ প্রথম শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া কিশোর।
- ১৯৭১ সালের ৩ মার্চ যুবক, ছাত্র, কৃষক, দিনমজুর, নারী-পুরুষসহ সর্বস্তরের জনতা কারফিউ ভাঙার জন্য রংপুর শহরের কাচারিবাজারে সমবেত হয়েছিল।
- ষষ্ঠ শ্রেণির ছাত্র শঙ্কু সমজদার (বয়স আনুমানিক ১২ বছর) তার বড়ভাই কুমারেশ সমজদারের হাত ধরে গুপ্তপাড়ার বাসা থেকে বেরিয়েছিলেন মিছিলে অংশগ্রহণের জন্য।
- এলাকার অবাঙালী ব্যবসায়ী সরফরাজ খানের বাসার সামনে যেতেই কিশোর শঙ্কু ওই বাসার দেওয়ালে উর্দুতে লেখা সাইনবোর্ড দেখে তা নামিয়ে ফেলতে ছুটে যায়। আর তখনই বাসার ছাদ থেকে মিছিলে গুলিবর্ষণ করা হয়।
- সেখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ভাইয়ের হাত ধরে মিছিলে আসা স্কুলছাত্র শঙ্কু সমজদার।