মুক্তিযুদ্ধের কোন অপারেশনে সংকেত হিসেবে গান পরিচালনা করা হয়?

A অপাটরেশন সার্চলাইট

B অপাটরেশন ব্লিজ 

C অপাটরেশন জ্যাকপট

D অপাটরেশন বিগ বার্ড 

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে 'অপারেশন জ্যাকপট' হিসেবে পরিচিত এই অভিযানের সূচনা হয়েছিল দুটি গানের মাধ্যমে। অর্থাৎ গান ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সংকেত হিসেবে।
- প্রথম সংকেত ঃ 'আমি তোমায় যত শুনিয়েছিলাম' নামক পঙ্কজ মল্লিকের গাওয়া গান।
- দ্বিতীয় সংকেত ঃ 'আমার পুতুল যাবে শ্বশুরবাড়ি' নামক সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions