মুক্তিযুদ্ধে বাংলাদেশ বাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট কোনটি?
A মুজিব বাহিনী
B ক্র্যাক প্লাটুন
C আফসার বাহিনী
D মুজিব ব্যাটারী
Solution
Correct Answer: Option D
- মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালী সদস্যকে নিয়ে ত্রিপুরায় গঠিত হয় মুজিব ব্যাটারি নামে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ফিল্ড ব্যাটারি।
- হানাদার বাহিনীর অত্যাধুনিক কামানসমৃদ্ধ গোলন্দাজ বাহিনীর আক্রমণ সামনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা দুস্কর ছিল।
- সে সময়ে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ক্যাপ্টেন আবদুল আজিজ পাশা ভারত থেকে নিয়ে আসা ৩.৭ ইঞ্চির কিছু পুরাতন ছোট কামান জোগাড় করে ৮০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
- এভাবেই গঠিত হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম গোলন্দাজ বাহিনী( ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট)। এই ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের নামই ছিল "মুজিব ব্যাটারী"।