৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কী বলা হয়?
A উত্তর মেরুর সমান্তরাল রেখা
B কুমেরু বৃত্ত
C সুমেরু বৃত্ত
D নিরক্ষীয় সমান্তরাল রেখা।
Solution
Correct Answer: Option C
৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত বলা হয় কারণ এটি উত্তর মেরু থেকে সবচেয়ে দূরবর্তী স্থান যাতে সূর্যের আলো বছরে অন্তত একদিন ২৪ ঘন্টা ধরে দেখা যায়। ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখার উত্তরে অবস্থিত স্থানগুলিতে, সূর্য গ্রীষ্মকালে কখনোই অস্ত যায় না এবং শীতকালে কখনোই উদিত হয় না।