একের বেশি কোনো কিছুকে বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করা হলে তাকে কোন পদ বলা হয়?
Solution
Correct Answer: Option B
- দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের বেশি কোনো কিছুকে বোঝানো হয়, তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। যেমন- 'রাশি রাশি' ধান, এত 'ছোট ছোট' উত্তর লিখলে হবে না ইত্যাদি।