১৯৭৬ সনে কোন রাজনৈতিক নেতা ফারাক্কা মিছিলে নেতৃত্ব দেন?

A মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

B জিয়াউর রহমান

C অধ্যাপক মোজাফফর আহমেদ

D মনি সিং

Solution

Correct Answer: Option A

- ফারাক্কা লং মার্চ ১৯৭৬ সংগঠিত ও পরিচালিত হয়েছিল ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরূদ্ধে।
- বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী এই প্রতিবাদী পদযাত্রার আহবান করেন।
- বাংলাদেশের তৎকালীন সরকার এই লঙ মার্চ আয়োজনে সহায়তা দিয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions