» তড়িৎ চুম্বক : কোন চৌম্বক পদার্থের গায়ে তারের কু-লী পেচিয়ে উক্ত কু-লীতে তড়িৎ প্রবাহ চালনা করলে পদার্থটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়। এটিকে তড়িৎ চুম্বক বলে।
» তড়িৎ চৌম্বক আবেশ আবিষ্কার করেন— মাইকেল ফ্যারাডে (১৮৩১ সালে)।
» বৈদ্যুতিক মোটর, জেনারেটর ও ট্রান্সফর্মার আবিষ্কার করা হয়েছে— তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে।
» যে বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে পরিবর্তিত উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা যায় তাকে বলে— ট্রান্সফর্মার।
» যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তরিত করা হয় তাকে বলে— ডায়নামো বা জেনারেটর।