কোনো তারের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 20V এবং এর রোধ 4Ω হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎপ্রবাহ চলবে?
Solution
Correct Answer: Option B
ওহমের সূত্রানুসারে,
I = V / R
যেখানে,
I হল তড়িৎপ্রবাহের মান (A)
V হল বিভব পার্থক্য (V)
R হল রোধ (Ω)
সুতরাং,
I = 20V / 4Ω
I = 5A
অতএব, তারের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 20V এবং এর রোধ 4Ω হলে এর মধ্য দিয়ে 5A তড়িৎপ্রবাহ চলবে।