'ভাষা' প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কার রচনা?
A মুহম্মদ শহীদুল্লাহ
B মুহম্মদ এনামুল হক
C মুনীর চৌধুরী
D সুনীতিকুমার চট্টেপাধ্যায়
Solution
Correct Answer: Option D
- 'ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থটির রচয়িতা হলেন প্রখ্যাত ভাষাবিদ আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
- এটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রচিত ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।
- গ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়, যা বাংলা ভাষাতত্ত্বের ইতিহাসে একটি মাইলফলক।
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি হলো 'The Origin and Development of the Bengali Language' (ODBL)।
- ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম 'বাংলা ব্যাকরণ'।
- শিক্ষাবিদ ও গবেষক ড. মুহম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ গ্রন্থের নাম 'ব্যাকরণ মঞ্জরী'।
- নাট্যকার ও শিক্ষাবিদ মুনীর চৌধুরী রচিত ভাষা বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ হলো 'বাংলা গদ্যরীতি'।