Solution
Correct Answer: Option A
- বাংলা বাক্যের দুটি প্রধান অংশ হলো উদ্দেশ্য ও বিধেয়।
- বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য (Subject) বলে।
- উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, তাকে বিধেয় (Predicate) বলে।
- সাধারণ নিয়ম অনুযায়ী, বাংলা বাক্যে উদ্দেশ্য পদের অবস্থান হয় শুরুতে।
- এরপর বিধেয় অংশ বসে বাক্যটিকে সম্পূর্ণ করে।
- যেমন: 'ছেলেরা খেলছে' - এই বাক্যে 'ছেলেরা' হলো উদ্দেশ্য।
- এখানে 'ছেলেরা' বাক্যের শুরুতেই বসেছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে।
- উল্লেখ্য, কাব্য বা বিশেষ ভাব প্রকাশের ক্ষেত্রে কখনো কখনো এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়।