Solution
Correct Answer: Option B
- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ৷ তিনি তার ভ্রমণকাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়৷।
- তার রচিত ছোটগল্প - চাচা কাহিনী (১৯৫২), টুনি মেম (১৯৬৪)।
- ভ্রমণকাহিনী -দেশে বিদেশে, জলে ডাঙ্গায়৷।
- রম্যরচনা - পঞ্চতন্ত্র, ময়ূরকন্ঠী ।