কোনটি মানিক বন্দোপাধ্যায়ের প্রথম উপন্যাস?
A জননী
B পুতুল নাচের ইতিকথা
C পদ্মা নদীর মাঝি
D দিবারাত্রির কাব্য
Solution
Correct Answer: Option A
- বিশিষ্ট কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন – ১৯০৮ সালে ১৯ মে ।
- মানিক বন্দ্যোপাধ্যায় পিতৃপ্রদত্ত নাম ছিল – প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনার নাম – ‘অতসী মামী’ নামক গল্প ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস – জননী (১২ মার্চ, ১৯৩৫ (ফাল্গুন, ১৩৪১)) ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তাত্ত্বিকমূলক ‘জননী’ উপন্যাসে তিনি তুলে ধরেছেন – নারীর মাতৃত্বের নানা দিক এবং সন্তানের সাথে মায়ের নাড়িত্বের সর্ম্পক ।
- কুবের, মালা, কপিলা, ধনঞ্জয়, গণেশ, শীতল, বাবু, হোসেন মিঞা চরিত্রগুলো – মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের ।
- ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসটি চিত্রায়ন করেছেন – গৌতম ঘোষ ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ – উপন্যাস (২২ জুলাই, ১৯৩৫ (শ্রাবণ, ১৩৪২)) ।
- শশী, কুসুম, মতি, সেনদিদি, যাদব, হারুঘোষ, হারান, চরিত্রগুলো রয়েছে – পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৩৬ সালে ।