Solution
Correct Answer: Option A
- বিদ্বান শব্দটির অর্থ হল "শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি"।
- বিদুষী শব্দটি "বিদ্বান" শব্দের স্ত্রীবাচক রূপ। এর অর্থ হল "শিক্ষিতা ও জ্ঞানী মহিলা"।
- 'বিদ্বান' এর সঠিক স্ত্রীবাচক শব্দ হল বিদুষী।
উৎসঃ ভাষা শিক্ষা বই, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমী অভিধান।