Solution
Correct Answer: Option D
- প্রবচন ও ছড়া হলো বাংলা লোকসাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা।
- এর প্রধান কারণ হলো, এগুলো মানুষের মুখে মুখে তৈরি ও প্রচলিত হয়ে এসেছে, কোনো লিখিত রূপের প্রয়োজন ছিল না।
- সমাজের আদিস্তর থেকেই মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, জ্ঞান ও বিশ্বাস থেকে এগুলোর জন্ম।
- গীতিকা, মঙ্গলকাব্য বা পুঁথিসাহিত্যের মতো বড় আকারের আখ্যানমূলক সৃষ্টিগুলো অনেক পরে রূপ লাভ করেছে।