Prior ______ Paris. I visited London.
Solution
Correct Answer: Option B
- 'Prior to' একটি Prepositional Phrase, যার অর্থ হলো 'আগে' বা 'পূর্বে'।
- ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী, Preposition-এর পর কোনো verb বা ক্রিয়া আসলে, তার সাথে 'ing' যুক্ত হয় (Gerund)।
- এই বাক্যে 'Prior to' এর 'to' অংশটি একটি preposition।
- তাই এরপরে verb 'visit' এর gerund form অর্থাৎ 'visiting' ব্যবহৃত হবে।
- ফলে, শূন্যস্থানে সঠিক অংশটি হবে 'to visiting'।
- সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায়: প্যারিস পরিদর্শনের আগে, আমি লন্ডন পরিদর্শন করেছিলাম।