'নী' প্রত্যয় যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
Solution
Correct Answer: Option D
- অরণ্যানী: এটি ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত (অরণ্য + আনী = অরণ্যানী, বৃহদার্থে)।
- চাকরানী: এটি ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত (চাকর + আনী = চাকরানী)।
- ভাগনী: এটি ‘ঈ’ প্রত্যয় যোগে গঠিত (ভাগনা/ভাগনে + ঈ = ভাগনী)।
মেধাবিনী:
- "পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয়..." (যেমন: গুণী - গুণিনী)।
- একই নিয়মে মেধাবী থেকে মেধাবিনী হয়েছে।
- তাই এখানে ‘নী’ প্রত্যয় যুক্ত হয়েছে।