Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
UNESCO ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?

A বাউল সঙ্গীত

B জামদানি বুনন শিল্প

C মঙ্গল শোভাযাত্রা

D শীতলপাটির বুনন পদ্ধতি

Solution

Correct Answer: Option A

বাংলাদেশের বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্বের স্বীকৃতিস্বরূপ, ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে ২০০৮ সালে, ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

ইউনেস্কোর এই ঘোষণা বাউল সংগীতের সারা বিশ্বে ব্যাপক প্রচার ও প্রসার ঘটায়। বাউল সংগীতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions