Choose the correct sentence.
A She dyed her hair black.
B She dyed her black hair.
C She dye her black hair.
D She died her hair black.
Solution
Correct Answer: Option A
- এখানে `dye` এবং `die` শব্দ দুটির মধ্যে অর্থের পার্থক্য বুঝতে হবে।
- `Dye` (ডাই) একটি verb, যার অর্থ রঙ করা এবং এর Past form হলো `dyed`।
- অন্যদিকে `die` (ডাই) আর একটি verb, যার অর্থ মারা যাওয়া এবং এর Past form হলো `died`।
- বাক্যটির অর্থ হলো "সে তার চুল কালো রঙ করেছিল", তাই এখানে `died` এর পরিবর্তে `dyed` শব্দটি সঠিক।
- অপশন ৪ এ `died` ব্যবহার করায় তা বানান এবং অর্থগতভাবে ভুল।
- অপশন ৩ এ `dye` ব্যবহার করা হয়েছে, যা Verb-এর Present form এবং বাক্যটি Past Tense-এ থাকায় এটিও ভুল।
- সুতরাং, সঠিক বাক্যটি হলো: She dyed her hair black।