যে রমণীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয়-

A প্রোষিতভর্তৃকা

B প্রষিতভর্তৃকা

C প্রাষিতভার্য

D প্রাসিতভর্তৃকা

Solution

Correct Answer: Option A

নারী বিষয়ক এক কথা প্রকাশঃ
» প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য- যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে তাকে এককথায় বলা হয় প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য
» প্রোষিতভর্তৃকা- যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে প্রোষিতভর্তৃকা বলে স
» অবীরা- যে নারীর স্বামী ও পুত্র নেই
» কাকবন্ধ্যা - যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে
» বন্ধ্যা - যে নারীর সন্তান হয় না
» চিরন্ট- যে নারী (অবিবাহিত /বিবাহিত) চিরকাল পিতারগৃহে বসবাস করে তাঁকে বলে - চিরন্ট।
» মৃতবৎসা- যে নারীর সন্তান বাঁচে না
» অনসূয়া - যে নারীর হিংসা নেই
» নবোঢ়া- যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
» অনন্যা- যে নারী অন্য কারো প্রতি আসক্ত হয় না
» অন্যপূর্বা- যে নারী পূর্বে অন্যের বাগদত্তা /স্ত্রী ছিল
» অনূঢ়া- যে নারীর বিয়ে হয় না

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions