Solution
Correct Answer: Option D
- 'Afford' শব্দটির প্রধান অর্থ হলো কোনো কিছু কেনার জন্য পর্যাপ্ত অর্থ থাকা বা আর্থিক সামর্থ্য থাকা।
- যেমন - "I can't afford a new car" বাক্যটির অর্থ হলো নতুন গাড়ি কেনার মতো আর্থিক সামর্থ্য আমার নেই।
- যদিও 'Provide' বা প্রদান করা অর্থেও শব্দটি মাঝে মাঝে ব্যবহৃত হয়, তবে আর্থিক সামর্থ্য বোঝানোই এর সবচেয়ে সাধারণ ব্যবহার।
- তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে, 'Able to pay' বা 'মূল্য পরিশোধে সক্ষম' হলো 'afford'-এর সবচেয়ে সঠিক এবং প্রচলিত অর্থ।