শতকরা বার্ষিক কত মুনাফার 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে?
Solution
Correct Answer: Option B
এখানে,
আসল, P = ৩০০০ টাকা
মুনাফা, I = ১৫০০ টাকা
মুনাফার হার, r = r/১০০
সময়, n = ৫ বছর
আমরা জানি,
I = Pnr/১০০
বা, r/১০০ = I/Pn
বা, r/১০০ = ১৫০০/(৩০০০ × ৫)
বা, r = (১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১৫০০০০/১৫০০০
∴ r = ১০
∴ মুনাফার হার = ১০% ।