কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা-আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?

A 10%

B 12.5%

C 15%

D 12%

Solution

Correct Answer: Option B

ধরি,
আসল = ৮ টাকা
মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
 = ১৫০০ টাকা

আসল = (৫৫০০ - ১৫০০) = ৪০০০ টাকা।

৪০০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ১৫০০/(৪০০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা (১৫০০ × ১০০)/(৪০০০ × ৩)টাকা 
= ১২.৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions