3 : 5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে, সংখ্যা দুটির অন্তর কত?
Solution
Correct Answer: Option D
ধরি,
১টি সংখ্যা ৩ক
অপর সংখ্যা ৫ক
প্রশ্নমতে,
৩ক + ৫ক = ৫৬
বা, ৮ক = ৫৬
∴ ক = ৭
১টি সংখ্যা = ৩ × ৭ = ২১
অপর সংখ্যা = ৫ × ৭ = ৩৫
∴ সংখ্যা দুটির অন্তর = ৩৫ - ২১ = ১৪