Solution
Correct Answer: Option B
● পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন- ২৭ মে, ১৪৯৮ সালে, কালিকট বন্দরে।
● ভারতে পর্তুগীজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা- আল বুকার্ক।
● পর্তুগীজরা ভারতবর্ষে ব্যবসা করার অনুমতি পায়- সম্রাট আকবরের আমলে।
● পর্তুগীজদের প্রথম দুর্গ- কোচিন।
● ইউরোপীয় বণিকদের মধ্য বাংলায় প্রথম আসে পর্তুগীজরা। পর্তুগিজরা বাংলায় আসে ১৫১৬ সালে।
• বাংলাভাষার প্রথম বই (হরফ, রোমান) ছাপা হয়- পর্তুগীজদের হাতে।
● বাংলার মানুষদের কাছে হার্মাদ/জলদস্যু নামে পরিচিত- পর্তুগীজরা।
● পর্তুগিজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার অনুমতি পায়- সম্রাট আকবরের আমলে।
● পর্তুগিজদের সম্পূর্ণরূপে দমন করেন- সুবাদার শায়েস্তা খান