একটি শ্রেণিতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে?
Solution
Correct Answer: Option C
সহপাঠীর সংখ্যা নির্ধারণ
একজন ছাত্রের সহপাঠীর সংখ্যা হবে —
= (মোট ছাত্র সংখ্যা – নিজে)
= 10 – 1
= 9 জন সহপাঠী
ধাপ ২: প্রত্যেক ছাত্র যত টাকা দেয়
প্রত্যেক ছাত্র তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দেয়,
অর্থাৎ ৯ টাকা।
ধাপ ৩: মোট চাঁদার হিসাব
মোট 10 জন ছাত্র আছে,
প্রত্যেকে 9 টাকা দিলে মোট চাঁদা হবে —
= 10 × 9
= 90 টাকা