ছয়টি সংখ্যার গড় 6। যদি প্রত্যেক সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয়, তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
Solution
Correct Answer: Option D
এখন, গড় ৬ মানে হলো
- সবগুলো সংখ্যার যোগফল = ৬ × ৬ = ৩৬
এখন বলা হয়েছে —
- প্রত্যেক সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয়েছে।
অর্থাৎ, প্রতিটি সংখ্যার মান ৩ করে কমে গেছে।
- তাহলে মোট যোগফলও কমবে = ৬ × ৩ = ১৮
- তাহলে নতুন যোগফল হবে = ৩৬ – ১৮ = ১৮
এখন নতুন গড় = নতুন যোগফল ÷ সংখ্যার সংখ্যা
= ১৮ ÷ ৬ = ৩
উত্তরঃ ৩