Solution
Correct Answer: Option D
- দৈর্ঘ্য মাপার এককগুলোর ক্রমানুসারে বড় থেকে ছোট হলো —
কিলোমিটার > হেক্টোমিটার > ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার।
অর্থাৎ,
1 মিটার = 10 ডেসিমিটার = 100 সেন্টিমিটার = 1000 মিলিমিটার
তাই মিলিমিটার (mm) হলো সবচেয়ে ছোট একক।
- উদাহরণ: একটি পেন্সিলের মাথার পুরুত্ব প্রায় ৫–৭ মিলিমিটার হয়।
অতএব, ক্ষুদ্রতম একক হলো — মিলিমিটার।