বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
A করাচিতে
B ঢাকায়
C পেশোয়ারে
D শ্রীলংকায়
Solution
Correct Answer: Option B
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ২০ আগস্ট ১৯৭১ পাইলট অফিসার মিনহাজ রশীদের নিকট থেকে তি-৩৩ বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় ।এক পর্যায়ে মতিউর রহমান বিমান থেকে ছিটকে পড়ে এবং ভারতীয় থাটটা এলাকায় বিধ্বস্ত হয় ।
- মতিউরের দাফন সম্পন্ন হয় পাকিস্তানের করাচির মশরুর বিমান ঘাটির চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কবরস্থানে।
- ২০০৬ সালে তার দেহাবশেষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনঃসমাহিত করা হয়।