Solution
Correct Answer: Option C
- বর্তমানে বাংলদেশের ৬০ টি দেশে ৮১ টি মিশন রয়েছে।
- ২০২৪ সালের হিসাবে, বাংলাদেশের বিদেশে মোট কূটনৈতিক মিশনের সংখ্যা ৮১টি।
- এর মধ্যে ৫৯টি দূতাবাস বা হাইকমিশন, ২০টি কনস্যুলার মিশন (যেমন কনস্যুলেট জেনারেল) এবং ২টি জাতিসংঘের স্থায়ী মিশন (নিউইয়র্ক এবং জেনেভায়) অন্তর্ভুক্ত।