Solution
Correct Answer: Option D
Ode -এর আভিধানিক বা গাথাকবিতা । অনেকে Ode -কে স্ত্রোত্র কবিতা বা স্তুতি বা গুণকীর্তন জাতীয় কবিতা বলেছেন। গ্রিক Ode এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য কোরাস ও নৃত্যের লয় অনুসরণ করে রচনা করা হতো যেহেতু এটি কোরাস করে গাওয়া হতো
কোরাসগান: সমবেত সংগীত; বৃন্দগীতি, (কবিতার) স্তবক।