আলুর ‘লেট ব্লাইট’ রোগের জন্য দায়ী কোনটি?
A ভাইরাস
B ব্যাকটেরিয়া
C শৈবাল
D ছত্রাক
Solution
Correct Answer: Option D
- Phytopthora infestans নামক ছত্রাকের আক্রমণে আলুর লেট ব্লাইট বা নাবী ধসা রোগ হয়ে থাকে।
- আমাদের দেশে প্রতিবছর এ রোগের কারণে আলু উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়। এটি আলু ও টমেটোর সবচেয়ে মারাত্মক রোগ। প্রাথমিক রোগ নির্ণয় ও দমন ব্যবস্থা গ্রহণ করে এ রোগের প্রাদুর্ভাব কমানো যায়।