জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

A ম্যাকিয়াভেলি

B বিসমার্ক

C হিটলার

D পোপ জন পল

Solution

Correct Answer: Option A

জাতি ও জাতীয়তা: 
- উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা মূলত এক ও অভিন্ন।
- এদিক থেকে জাতি ও জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি।
- কিন্তু বর্তমান সময়ের লেখকগণ জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন।
- তাদের মতে জনসমাজের' (People) মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটলে তা জাতীয়তায়' (Nationality) পরিণত হয়।
- জাতীয়তার এই চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হলে বা স্বাধীন হতে চাইলে তাকে জাতি' (Nation) বলে।
- জাতীয়তা একটি চেতনা, কিন্তু জাতি একটি রাজনৈতিক সংগঠন। 
- ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি জাতি রাষ্ট্রের (Nation State) স্বপ্নদ্রষ্টা।
- জাতীয়তাবাদের উন্মেষের রেনেসা' বা নবজাগরণের ভূমিকাও অসামান্য।
- ষোড়শ শতকের একচ্ছত্র রাজতন্ত্র বিরোধী আন্দোলন, ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব ইত্যাদিও জাতীয়তাবাদী চেতনাকে উজ্জীবিত করে তুলেছিল।
- উনিশ শতকের শেষাংশ এবং বিংশ শতক হলো জাতীয়তাবাদের স্বর্ণযুগ।
- জাতীয়তাবাদী চেতনার বিকাশের ফলেই ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় নতুন নতুন জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions