মাতৃভাষায় শিক্ষা প্রতিটি জাতিগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজস্ব ভাষায় শিক্ষাদানের মাধ্যমে শিশুরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পারে এবং জ্ঞান অর্জনে সুবিধা পায়।
এই সত্য উপলব্ধি করে পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার শিক্ষা ব্যবস্থার প্রচলনে বর্ণমালা নির্ধারণ করেছে।
- গারো ও ত্রিপুরা ঠিক করেছে রোমান বর্ণমালা ব্যবহার করবে।
- মারমারা বর্ণমালা হিসেবে বার্মিজ লিপি বেছে নিয়েছে।
- চাকমাদের জন্য চাকমা লিপি এবং
- ওরাওদের জন্য বাংলা লিপি নির্ধারণ করা হয়েছে।
সাঁওতালরা ঐতিহ্যের দ্বন্দ্বে এখনো বর্ণমালা ঠিক করতে পারেনি। তাদের ভাষা দেবনাগিরি, বাংলা, রোমান, ইংরেজি প্রভৃতি হরফে লেখা হয়।উপজাতি জনগোষ্ঠীর নিজস্ব ভাষার নামঃ
গারো ভাষা - আচিক খুসিক, এই ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
কুঁড়ুখ ও সাদরি - ওরাঁও নৃগোষ্ঠী।
ককবরক ভাষা - ত্রিপুরা নৃগোষ্ঠী