'বর্ধিষ্ণু' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
A √ বৃধ্ + ষ্ণ
B √ বৃধ্ + ইষ্ণু
C √ বৃধ + ইষ্ণ
D √ বর্ধি + উষ্ণ
Solution
Correct Answer: Option B
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'বর্ধিষ্ণু' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয়: '√ বৃধ্ + ইষ্ণু'।
• 'বর্ধিষ্ণু' শব্দের অর্থ: ক্রমে বাড়ছে এমন।