বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধবনির সাথে মিলে গেলে এবং সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। উদাহরণ- শুনিয়া>শুনে, বলিয়া>বলে । বিপর্যয়ের ফলে এখানে 'বলিয়া' থেকে অভিশ্রুতজাত 'বলে' হয়েছে।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions