‘আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে’ - বাক্যটি যে কারণে অশুদ্ধ -

A লিঙ্গঘটিত

B বানানঘটিত

C পদের অপপ্রয়োগঘটিত

D বাহুল্যদোষে

Solution

Correct Answer: Option D

- "আকন্ঠ" মানেই "কন্ঠ পর্যন্ত" এর সাথে আলাদা করে "পর্যন্ত" যুক্ত করার প্রয়োজন নেই।
- শুদ্ধরূপ: "আকন্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে" অথবা "কন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions