মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উধাহরণ-

A স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ

B অরুণের ন্যায় রাঙ্গা = অরুণরাঙ্গা

C মন রূপ মাঝি = মনমাঝি

D পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ

Solution

Correct Answer: Option A

সংজ্ঞানুযায়ী মধ্যপদলোপী কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়। এরূপ কয়েকটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো:
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্যবিষয়ক সভা = সাহিত্যসভা,
- তৈল রঙে আঁকা চিত্র = তৈলচিত্র,
- দুধে মাখানো ভাত = দুধভাত,
- ডাক ফেলার বাক্স = ডাকবাক্স,
- চালে জন্মায় যে কুমড়া = চালকুমড়া,
- ছায়াপ্রধান তরু = ছায়াতরু প্রভৃতি।

- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ। যেহেতু মধ্যপদ লোপ পেয়েছে তাই এটি মধ্যপদলোপী কর্মধারয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions