১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
A ট্রিগভেলী
B উ থান্ড
C দ্যাগ হ্যামারশোল্ড
D কুট ওয়াল্ডহেইম
Solution
Correct Answer: Option B
-উ-থান্ট জাতিসংঘের ৩য় ও এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
-তিনি ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।
-মিয়ানমারের নাগরিক উ থান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মহাসচিবের দায়িত্ব পালন
করেন।