মাছ চাষের জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়ক পানির PH মান -
A ৩.৫ - ৫.৫
B ৪.৫ - ৬.৫
C ৫.৫ - ৭.৫
D ৬.৫ - ৮.৫
Solution
Correct Answer: Option D
- পিএইচ মাত্রা ৬.৫ থেকে ৮.৫ এর মধ্যে থাকলে মাছের খাদ্য চাহিদা বেশি থাকে ও উৎপাদন বেশি হয়।
- পানির পিএইচ মানের দ্রুত উঠানামা মাছ ও চিংড়ি চাষের জন্য ভাল নয়।
- পানির পিএইচ মান কমে গেলে মাছ ও চিংড়ির নিম্নবর্ণিত অবস্থার সৃষ্টি হয়ে থাকে। মাছ ও চিংড়ির প্রজনন ক্ষমতা লোপ পায়।